.

স্বরূপকাঠিতে বসত ঘরে আগুন দিলেন মাদকাসক্ত মিজান জেল হাজতে প্রেরন

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ স্বরূপকাঠিতে নেশার টাকা না পেয়ে নিজ বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে মিজানুর রহমান নামে এক মাদকাসক্ত । অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে স্বরূপকাঠি পৌর এলাকার  জগন্নাথকাঠি গ্রামে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে মিজান তার বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস কর্মীরা দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ঘরসহ মূল্যবান মালামাল সম্পূর্ন ভস্মীভুত হয়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে জানান এলাকাবাসি। মাদকাসক্ত মিজান নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতো এবং ওই দিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পরে ঘরে আগুন লাগিযে দেন। এলাকার লোকজন মাদকাসক্ত মিজানকে ধরে পুলিশে সোপর্দ করেছে । পরে স্ত্রীর দায়ের করা মামলায় তাকে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।

0 Response to "স্বরূপকাঠিতে বসত ঘরে আগুন দিলেন মাদকাসক্ত মিজান জেল হাজতে প্রেরন"

Post a Comment