.

গোবিন্দগঞ্জে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার মহাসড়ক অবরোধ করা হয়েছে। পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে পরিবহন সেক্টরে চাঁদাবাজির প্রতিবাদে তাঁরা এই মহাসড়ক অবরোধ করে। এ সময় সিএনজি চালকরা বিক্ষোভ করে চাঁদাবাজদের শাস্তির দাবী জানান। এতে মহাসড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকে পড়লে দুরপাল্লার যাত্রীরা হয়রানীর কবলে পড়ে।

ড্রাইভার জাহিদুল ইসলাম জানান, গোবিন্দগঞ্জ  এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশন না থাকায় গ্যাস নেয়ার জন্য মহাস্থান হয়ে বগুড়ায় যেতে হয়। সিএনজি চালক মানিক জানান, মহাস্থানে গাড়ি পৌঁছার সাথে সাথে সেখানকার শ্রমিকরা হাতে লাঠি নিয়ে দৌঁড়ে এসে চাঁদার দাবী করে। চাঁদা না দিলে ওই লাঠি দিয়ে পিটিয়ে কাছে থাকা মোবাইল সেট সহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। শ্রমিক খরিব জানান, আগে সিএনজি প্রতি ৩০টাকা করে নিত। বর্তমানে ২১০টাকা করে নেয় হচ্ছে। টাকা না দিলে তাদের কাছে মার খেতে হয়। এরই প্রতিবাদে তাঁরা একত্রিত সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হয়ে এই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেল ও হাইওয়ে থানার ওসি মাছুদ পারভেজ ঘটনাস্থলে এসে  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেয়।

0 Response to "গোবিন্দগঞ্জে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ"

Post a Comment