.

পটুয়াখালীর ছোটবিঘাই তুচ্ছ ঘটনার প্রতিহিংসায় সংর্ঘষ আহত ১৫

সুমন দাস (অভী) পটুয়াখালী ঃ পটুয়াখালী ছোটবিঘাই ইউনিয়নের অফিসেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংর্ঘষে ১৫ জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে নয়ন খাঁর ছেলে নাহিদ (১০) প্রাইভেট পড়ে বাড়ী ফেরার সময় কাওছার নামের এক যুবক (১৪) বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে ছোটবিঘাই অফিসেরহাট বাজারে নিয়ন্ত্রন হারিয়ে নাহিদের উপর উঠিয়ে দিলে তার মাথায় এবং শরীরে আঘাত পায়। 

এতে নাহিদের পিতা নয়ন খাঁ কাওছারকে দুটি চরমারে এবং সাবধানে সাইকেল চালাতে বলে। কাওছারকে চর মারায় তার মামা জসিম ক্ষিপ্ত হয়ে নয়ন খাঁকে মারধর শুরু করে। এক পর্যায় তাকে বাঁচাতে তার স্বজনরা এগিয়ে এলে জসিম এর লোকজন দেশীয় অ¯্র নিয়ে তাদের উপর চড়াও হলে উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়। আহতদের ১২ জনকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা  হলেন, নূরু আলম (২৫) হাফিজুর(২২)  মালেক মৃধা(৪৫), আবুল কালাম (৩০), জাহাঙ্গীর খান(৪৫) মো: ফিরোজ (২২), নান্নু মৃধা (৩২) জসিম সহ (২০) জন। 

এর পর রাত আড়াই টার দিকে কাঞ্চন মৃধার ছেলে জসিম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বাজারের মুদি মোনহারি,টেইলার্স  ঔষধের প্রায় ৫০ টি দোকান কুপিয়ে পিটিয়ে তছনছ করে। এঘটনায় বাজারের ব্যবসায়ী দেলোয়ার হাওলাদার ,জাহঙ্গীর মাস্টার, আব্দুল গনি সিকদার, কেরামত হাওলাদার, নয়ন, বাবুল হাওলাদার, ইব্রাহীম শরিফ, সুলতান মাষ্টার, আনোয়ার সহ প্রায় ৫০ জন পটুয়াখাালী পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেনপ্রতিহিংসার বেড়াজালে ঘর থেকে বাহির হতে পারছেনা ওই গ্রামের অধিকাংশ নারী পুরুষ। প্রায় শতাধিক পরিবারের দিন কাটছে আতঙ্কে।এঘটনা নিয়ে আলোচনা সমালচনার জটলা দেখলেও সাধারন গ্রামের মানুষ আতকে ওঠেন। সরজমিনে গিয়ে দেখা গেছে এমনটাই চিত্র ।

এ ব্যাপারে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন, তিনি  জানান, পটুয়াখালী  ছোটবিঘাই বাজারের ব্যবসায়ীরা লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন মামলার প্রস্তুতি চলছে আসামীদের গ্রেফতারের লক্ষে পুলিশী অভিযান চলছে। 

0 Response to "পটুয়াখালীর ছোটবিঘাই তুচ্ছ ঘটনার প্রতিহিংসায় সংর্ঘষ আহত ১৫"

Post a Comment