.

স্বরূপকাঠিতে ইন্টারনেটে অশ্লীল ছবি প্রচারের অভিযোগে কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর)প্রতিনিধিঃ স্বরূপকাঠির পাটিকেলবাড়ীতে অশ্লীল ছবি এডিট করে ইন্টারনেটে প্রচার করা ও অপহনের চেষ্টার অভিযোগে রাজবাড়ি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রিয়াজ শেখকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে মেয়েটির মামা মহিউদ্দিন থানায়  মামলা দায়ের করলে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার বিবরনে জানা যায় পাটিকেলবাড়ি গ্রামের মান্নান শেখের ছেলে রিয়াজ শেখ দীর্ঘ দিন ধরে একই গ্রামের আইউব আলী গাজীর মেয়েকে যৌন হয়রানী উদ্দেশ্যে উত্যক্ত করে আসছিল। 

এতে মেয়ের বাবা অতীষ্ট হয়ে সম্প্রতি মেয়েকে বিবাহ দিলে রিয়াজ আরো ক্ষীপ্ত হয়ে মেয়েটির ছবির সাথে বিভিন্ন প্রকার অশালিন নগ্ন ছবি যুক্ত করে ইন্টারনেটে প্রচার ও তার শশুর বাড়ীর লোকদের সরবরাহ করে। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় মেয়েটি পিতার বাড়ী থেকে পার্শবর্তী মামাবাড়ী যাওয়ার সময় রিয়াজ শেখ ও সৈয়দ ফকিরের ছেলে সেলিম ফকির তার পিছু নেয় এবং উত্যক্ত করাসহ এক পর্যায়ে হাত ধরে টানা হ্যাচড়া করতে থাকে। এসময়  সে ডাক চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে গেলে রিয়াজ ও তার সহযোগী সেলিম পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

0 Response to "স্বরূপকাঠিতে ইন্টারনেটে অশ্লীল ছবি প্রচারের অভিযোগে কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার"

Post a Comment