গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুল আলোচিত শিশু সানি হত্যার আসামীরা অ¯হায়ী জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি সহ গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছো আসামীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরনের দাবীতে গত শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছে নিহত সানির পিতা মেছবাহুল ইসলাম।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সানির পিতা বৈরাগীরহাট হাট পুকুর দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের বি,এস,সি শিক্ষক মেছবাহুল ইসলাম, তিনি বলেন, আমার ২য় পুত্র রাফসান সানি(৩) গত ২১/০১/১৪ইং তারিখ সকাল ৯টার দিকে প্রতিদিনের ন্যায় খেলাধুলা করার জন্য বাড়ির বাহিরে গেলে উপজেলার শাখাহার ইউপির রোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীরের পুত্র মাহফুজার রহমান সহ তার সঙ্গীরা সানিকে অপহরণ করে। মুক্তিপন না পেয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দ্যেশে বস্তা বন্দী করে একটি খড়ের পালার মধ্যে রাখে। গ্রামবাসীদের সহযোগিতায় গত ২২/০১/১৪ইং তারিখে সানির লাশ উদ্ধার পূর্বক গোবিন্দগঞ্জ থানায় ৩৯/১৪ নং একটি মামলা দায়ের করি। পরে পুলিশ আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করলে আসামীদের লোকজন তাদের জামিনের জন্য পর পর ২বার হাইকোর্টে আবেদন করে ব্যর্থ হওয়ার পর গত ২৪/০৭/১৪ইং তারিখে গাইবান্ধা জর্জ কোর্ট থেকে আসামীরা ১মাসের অ¯হায়ী জামিন লাভ করে। এর পর আসামীরা জামিনে এসে আমাকে মামলা তুলে নিতে প্রান নাশের হুমকি দিলে আমি গত ২৮/০৭/১৪ইং তারিখে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ১২৩৪নং একটি জিডি দায়ের করি। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে মামলার আসামী মাহফুজার রহমান সহ অন্যান্য আসামীরা গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য পাঁয়তারার করছে। ইতিমধ্যে মুল আসামী মাহফুজার পাসপোর্ট করেছে। যার নং এ, এফ ১৩৪৭২০৪।
তিনি আলোচিত সানি হত্যা সুষ্ঠ বিচারের জন্য আসামীদের অ¯হায়ী জামিন বাতিল করে জেল হাজতে প্রেরনের মাধ্যমে বিচার কাজ সুষ্ঠু ভাবে পরিচালনা ও আমার পুত্র সানি হত্যার ন্যায় বিচার প্রাপ্তিতে সংশ্লিষ্ট কর্তপক্ষে সু-দৃষ্টি কামনা করছি।