.

কোচিং এর নামে বাণিজ্য |

নওগাঁ জেলার বিভিন্ন স্কুল গুলোতে SSC পরিক্ষার ফরম ফিলাপ করার জন্য
পরিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করা হয়েছে |প্রত্যেকটি
পরিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাবোর্ড নির্ধারাত ফি বাবদ ১৪৭৫ ও ১৫৫০ টাকা

নির্ধারিত থাকলেও স্কুলগুলো তা ২৫০০  থেকে ৩৫০০ টাকা পর্যন্ত আদায় করা

হয়েছে |কযেকটি স্কুলে যোগাযোগ করা হলে তারা তা কোচিং করানোর জন্য নেওয়া

হয়েছে বলে জানান|কাজেই এই স্কুল প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আসু প্রয়োজন |যাতে গরিব ছেলে-মেয়েরা লেখাপড়া করার সুযোগ থেকে তারা যেন বঞ্চিত না হয় |