.

গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউ,পি সদস্য নিহত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত শামসুজ্জামান (৭০) নামে এক সাবেক ইউ,পি সদস্য মারা গেছেন।
শুক্রবার দিনগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সকালে প্রতিপক্ষের মারপিটে সে আহত হয়।
শামসুজ্জামান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাকাইকোচাই মন্ডলপাড়ার মৃত আরিফ উল্লাহ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে আতাউর রহমানের সঙ্গে শাহাদত হোসেনের ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে ওই জমি দখল নিতে দু’পক্ষের লোকজন লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের আঘাতে ফুলবাড়ী ইউ,পির সাবেক সদস্য শামসুজ্জামান শাহাদত আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  জানান, নিহতের শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

0 Response to "গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে সাবেক ইউ,পি সদস্য নিহত"

Post a Comment