.

গোবিন্দগঞ্জে ইয়াবা সহ যুবক আটক

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবাসহ সোহেল রানা (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়াডের্র বর্ধনকুটি মন্ডলপাড়া থেকে তাকে আটক করা হয়। সোহেল  ওই গ্রামের মহির উদ্দিনের পুত্র।
র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার বর্ধনকুটি (মন্ডলপাড়া) গ্রামে সোহেলের বাড়িতে  অভিযান চালানো হয়। এসময় ৩৩ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম  জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 Response to "গোবিন্দগঞ্জে ইয়াবা সহ যুবক আটক"

Post a Comment