.

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা জাতীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মোবাইলে অসাদাচারণের করার প্রতিবাদে ও গোবিন্দগঞ্জে আগমনের সংবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ  গতকাল সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দিলে প্রায় আধা ঘন্টা পর যানবাহন চলাচলা স্বাভাবিক হয়। অবরোধের ব্যাপারে উপজেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু’র কাছে জানতে চাইলে তিনি বলেন, একাধিক বার সংরক্ষিত মহিলা এমপিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকার আহ্বান জানালেও তিনি সে সব অনুষ্ঠানে উপস্থিত হন না। উপরন্ত বিভিন্ন ব্যাপারে মোবাইলে উপজেলা নেতৃবৃন্ত তার সাথে যোগাযোগের চেষ্টা করলে অসাদাচারন  করেন। এ সময় ছাত্রলীগ সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারন সম্পাদক আহসানুল শেখ সুমন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আরিফ যুগ্ম আহ্বায়ক রাজিব, পাপ্পু, মুন্নু প্রমূখ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ  ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

0 Response to "গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ"

Post a Comment