.

আওয়ামীলীগকে ধ্বংস করার অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রই আওয়ামীলীগকে দমাতে পারেনি - উম্মে কুলসুম স্মৃতি এমপি

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা জাতীয় সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, দেশে এবং বিদেশে আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্ত কোন ষড়যন্ত্রই আওয়ামীলীগকে দমাতে পারেনি অতিত ঐতিহ্য থেকে একটুও বিচ্যুত করতে পারেনি। ষড়যন্ত্রকারী ও স্বাধীনতার বিরোধীচক্রের ধারনা ছিল না জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এত শক্তিশালী হতে পারে। গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ময়নুল হক সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান মিয়া হিরু, ছাত্রলীগ নেতা জালাল উদ্দীন রুমি প্রমূখ। এ সময় গোবিন্দগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 Response to "আওয়ামীলীগকে ধ্বংস করার অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রই আওয়ামীলীগকে দমাতে পারেনি - উম্মে কুলসুম স্মৃতি এমপি"

Post a Comment