গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে নূর আলম আকন্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ গতকাল বুধবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে ফাঁসিতলা নামক স্থানে বাস-লেগুনা সংর্ঘষে শেফালী বেগম (৩৫ )নামের এক মহিলা নিহত ও ৩ জন আহত হয়েছে। শেফালি বেগম উপজেলার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেল সাড়ে ৫ টার দিকে বগুড়াগামী লেগুনা কে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।দূর্ঘটনায় নেগুনা যাত্রী শেফালী বেগম(৩৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ৩ যাত্রী আহত হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ গতকাল বুধবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে ফাঁসিতলা নামক স্থানে বাস-লেগুনা সংর্ঘষে শেফালী বেগম (৩৫ )নামের এক মহিলা নিহত ও ৩ জন আহত হয়েছে। শেফালি বেগম উপজেলার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেল সাড়ে ৫ টার দিকে বগুড়াগামী লেগুনা কে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।দূর্ঘটনায় নেগুনা যাত্রী শেফালী বেগম(৩৫) ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ৩ যাত্রী আহত হয়।
0 Response to "গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত আহত-৩"
Post a Comment