.

গোবিন্দগঞ্জে গ্রীষ্মকালীন চুড়ান্ত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়য়ীদের মাঝে পুরস্কার বিতরন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৩তম গ্রীষ্মকালীন চুড়ান্ত ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে গত সোমবার উপজেলার এমপিও ভুক্ত মাধ্যমিক , নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি খেলার চুড়ান্ত প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ মডেল হাইস্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ফারুক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, শিক্ষানুরাগী আঃ সোবাহান, প্রভাষক রুবায়েত মাছুম রুনু, মোকারম হোসেন রানা, রবিউল ইসলাম রবি, প্রমুখ। অপর দিকে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলার উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি মুকিতুর রহমান রাফি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, অভিভাবক সদস্য মাহাতাব আলম বাদল উপস্থিত ছিলেন। চূড়ান্ত ফুটবল খেলায় গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় পারগয়ড়া বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ পৃথক পৃথক খেলায় চ্যাম্পিয়ন, রানার্স আপ বিজয়ী প্রতিষ্ঠান গুলোকে সন্মাননা ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।  

0 Response to "গোবিন্দগঞ্জে গ্রীষ্মকালীন চুড়ান্ত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়য়ীদের মাঝে পুরস্কার বিতরন"

Post a Comment