.

গোবিন্দগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবানন্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ফয়েজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । গতকাল বৃহস্পতিবার দুপুর দুটায়  উপজেলার হাওয়াখানা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ র্দুঘটনা ঘটে। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাওয়াখানা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের হাওয়াখানা এলাকায় রংপুরগামী একটি মোটরসাইকেল পথচারী ফয়েজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গোবিন্দগঞ্জ  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা  মাসুদ পারভেজ বিষয়টি  নিশ্চিত করেছেন।