স্বরুপকাঠি প্রতিনিধি,
স্বরুপকাঠির জিন্দাকাঠি গ্রামে আপত্তিকর ছবি তুলে গণ ধর্ষনের শিকার কলেজ ছাত্রীকে (১৮)থানায় ডেকে এনে ধর্ষন মামলা নিয়েছেন পুলিশ।গত বৃহসপতিবার সন্ধ্যায় ধর্ষক বিপুলহালদার,খোকন সমদ্দার শুভ্রত বড়ালকে আসামী করে এ ধর্ষন মামলা রেকর্ড করা হয়।৩ ধর্ষকের বিরুদ্ধে মামলা রেকড করা হলেও ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে লম্পটদের পক্ষ নেওয়া প্রভাবশালী সালিশদাররা।জানাগেছে
কুড়িয়ানা কবি গুরু রবীন্দ্রনাথ কলেজের এইচ,এস.সি পরীক্ষাথী ধর্ষিতা ১৮কে প্রতিবেশী বাবুরামের ছেলে বিপুল হালদার,হরিপদ সমদ্দারের ছেলে খোকন সমদ্দারওশুশিল বড়ালের ছেলে শুভ্রত বড়ার মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে গত দু বছর ধরে পালোক্রমে ধর্ষন করে থাকে। ওক পর্যায়ে ধর্ষিতা কলেজ ছাত্রী গর্ভবতী হয়েপরে এবং গত ২৭ জানুয়ারী সন্ধ্যায় তার গর্ভের নবজাতক সন্তান ভুমিষ্ট হওয়ার পর পরই মারা যায়। তারপর প্রতিরেশীরা অবৈধ সন্তান জন্ম দেয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করতে থাকলে ওই ধর্ষিতা ইউপি চেয়ারম্যান শেখর শিকদারের কাছে বিচার প্রার্থনা করেন।চেয়ারম্যান বিষয়টি মিমাংশা করে দেয়ার জন্য আদাবাড়িগ্রামের দ্বিগ বিজয়,জিন্দাকাঠির পরেশ মজুমদার,বিজন মৈত্রও দিনেশ মন্ডলসহ ৭ জনকে সালিশ করার দায়িত্ব দিয়ে চিকিৎসার জন্য ঢাকা চলে যান।পরে ওই সালিশদাররা গত ২ ফেব্রয়ারী সালিশ বৈঠকে বসে ধর্ষকদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।জরিমানার টাকাথেকে ধর্ষিতার বাবার হাতে ২৫ হাজার টাকা দিয়ে বাকী ৫০ হাজার টাকা মন্দিরের উন্নয়নের জন্য রেকে দেয়।সালিশ বিচারের মুখোমুখী করার অপরাধে প্রভাবশালী ধর্ষকদের লোকজনরা পরিবারটিকে একঘরে করে রেখেছেন প্রসঙ্গত এ খবর জানার পর গত বুধবার বিকেলে মতবাদ ও যুগান্তর প্রতিনিধিসহ সংবাদ কর্মীরা সরেজমিনে খোঁজখবর নিতে গেলে বৃহসপতিবার পুলিশ ধষিতাকে থানায় ডেকে ধর্ষন মামলা করেন।
স্বরুপকাঠির জিন্দাকাঠি গ্রামে আপত্তিকর ছবি তুলে গণ ধর্ষনের শিকার কলেজ ছাত্রীকে (১৮)থানায় ডেকে এনে ধর্ষন মামলা নিয়েছেন পুলিশ।গত বৃহসপতিবার সন্ধ্যায় ধর্ষক বিপুলহালদার,খোকন সমদ্দার শুভ্রত বড়ালকে আসামী করে এ ধর্ষন মামলা রেকর্ড করা হয়।৩ ধর্ষকের বিরুদ্ধে মামলা রেকড করা হলেও ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে লম্পটদের পক্ষ নেওয়া প্রভাবশালী সালিশদাররা।জানাগেছে
কুড়িয়ানা কবি গুরু রবীন্দ্রনাথ কলেজের এইচ,এস.সি পরীক্ষাথী ধর্ষিতা ১৮কে প্রতিবেশী বাবুরামের ছেলে বিপুল হালদার,হরিপদ সমদ্দারের ছেলে খোকন সমদ্দারওশুশিল বড়ালের ছেলে শুভ্রত বড়ার মোবাইল ফোনে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে গত দু বছর ধরে পালোক্রমে ধর্ষন করে থাকে। ওক পর্যায়ে ধর্ষিতা কলেজ ছাত্রী গর্ভবতী হয়েপরে এবং গত ২৭ জানুয়ারী সন্ধ্যায় তার গর্ভের নবজাতক সন্তান ভুমিষ্ট হওয়ার পর পরই মারা যায়। তারপর প্রতিরেশীরা অবৈধ সন্তান জন্ম দেয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করতে থাকলে ওই ধর্ষিতা ইউপি চেয়ারম্যান শেখর শিকদারের কাছে বিচার প্রার্থনা করেন।চেয়ারম্যান বিষয়টি মিমাংশা করে দেয়ার জন্য আদাবাড়িগ্রামের দ্বিগ বিজয়,জিন্দাকাঠির পরেশ মজুমদার,বিজন মৈত্রও দিনেশ মন্ডলসহ ৭ জনকে সালিশ করার দায়িত্ব দিয়ে চিকিৎসার জন্য ঢাকা চলে যান।পরে ওই সালিশদাররা গত ২ ফেব্রয়ারী সালিশ বৈঠকে বসে ধর্ষকদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।জরিমানার টাকাথেকে ধর্ষিতার বাবার হাতে ২৫ হাজার টাকা দিয়ে বাকী ৫০ হাজার টাকা মন্দিরের উন্নয়নের জন্য রেকে দেয়।সালিশ বিচারের মুখোমুখী করার অপরাধে প্রভাবশালী ধর্ষকদের লোকজনরা পরিবারটিকে একঘরে করে রেখেছেন প্রসঙ্গত এ খবর জানার পর গত বুধবার বিকেলে মতবাদ ও যুগান্তর প্রতিনিধিসহ সংবাদ কর্মীরা সরেজমিনে খোঁজখবর নিতে গেলে বৃহসপতিবার পুলিশ ধষিতাকে থানায় ডেকে ধর্ষন মামলা করেন।