সাতক্ষীরার শ্যামনগরে সংখ্যালগু সমপ্রদায়ের উচ্ছেদরে ঘটনায় ক্ষতিগ্রস্থ নিমাই চন্দ্রবিশ্বাস, পিতা নগেন্দ্রনাথ বিশ্বাস সাং-ধানখালি(মুন্সিগন্জ) থানা-শ্যামনগর এর গত ইং১৪-০৩-২০১৫ তারিখের অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন এর সাতক্ষীরা
প্রতিনধিী গত ইং১৭-০৩-২০১৫ তাং সরজমিনে পরিদর্শনে এবং প্রকৃত সত্য ঘটনা ইৎঘাটনকরিবার জন্য ব্যাক্তিগত ভাবে অনুসন্ধান করেন। অনুসন্ধানে জানা যায়,নিমাই চন্দ্র বিশ্বাস,পিতা নগেন্দ্রনাথ বিশ্বাসএর পূর্বে বাড়ি ছিল কালীগন্জ থানাধীন কৃষ্ণগর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে নিমািই চনদ্র বিশ্বাসের পিতা নগেন্দ্রনাথ চন্দ্র বিশ্বাস বেলডাঙ্গা গ্রামের বাস চুকিয়ে পরিবারসহ ধানখালী (মুন্সীগন্জ)গ্রামে আসিয়া সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক অধিগ্রহনকৃত (মুন্সীগন্জ কালীগন্জ সড়কের পার্শ্বে) জায়গায় কাঁচা ঘরবাড়ী নমিারআনে বসবাস শুরু করেন।অত:পর বিগত ইং-২৯/০৬-২০০৫ তাং-৪৩৩৭নং রেজি: কবলায় এসএ ১৬০নং খতিয়ান ডিপি ১০৮৮নং খতিয়ানের সাবেক১৯৪৭ দাগ জরি হাল ৬১৯১সালের ১৬সতক ভূমির মধ্যে ৭সতক এবং ডিপি ৬৯৪ খতিয়ানের হাল ৬১৯৯দাগের ৩.০০একরের মধ্যে ৭সতক মোট ১৪সতক ভূমি জনৈিক পরেশ মন্ডল দিগের নিকট হতে নরেন্দ্র নাথ বিশ্বাস এর ৩পুত্র নিমাই চন্দ্র বিশ্বাস অভিযগ কারী তারক চন্দ্র বিশ্বাস এবং হরেন্দ্রনাথ বিশ্বাস খরিদ করিয়া ৩ভাই পৃথক পৃথক ঘরবাড়ি নির্মান করিয়া বসবাস করতে থাকেন। অত:পর নিমাই চন্দ্রবিশ্বাস পৃথক ৩খানা রেজি: কবলা অর্থাৎ ১৫/০২/২০০৯তাং ৬৫৫নং রেজি: কবলায় ৫শতক ০৭-১২-২০১৩তাং ৫১০০নং রেজি: কবলায় ৫সতক এবং ২৭-১২-২০১০ তাং ৫৪৬৮নং রেজি: কবলায় ৪সতক সর্বমোট ১৪সতক জমি প্রেসিডেন্ট আলেয়া ট্রাস্ট(সুশিলন)কালীগন্জ সাতক্ষিরা এর নিকট বিক্রয় করিয়া হরেন্দ্রনাথ বিশ্বাস ও তারক চন্দ্র বিশ্বাস অন্যত্র চলিয়া জান এবং নিমাইচন্দ্রবিশ্বাস অভিযোগ কারী বিরোধীয় জমির মধ্য র্পর্ব পার্শে এখনও বসবাস করিয়া আসতেছেন । নিমাই চন্দ্র বিশ্বাস তার খরিদা জমি আলেয়া ট্রাস্ট সুশীলন বরাবর বিক্রয় করিলেও এখনও দখল পরিতাগ করেননাই নিমাই চন্দ্রবিশ্বাস দিং এর নিকট হইতে খরিদা ১৪সতক ভুমির দক্ষন এবং পূর্ব পার্শ্বে আলেয়া ট্রাস্ট সুশীলন কালীগন্জ এর খরিদা জমির উপর উক্ত ট্রাস্ট এর ট্র্রেনিং সেন্টার অবস্থিত। ট্র্রনিং সেন্টারের ভিতরে গমন ও বহির গমন রাস্তা নির্মানের জন্য নিমাই চন্দ্র বিশ্বাস দিং এর নকিট হইতে খরিদা উত্তর পূর্ব পার্শ্বে সওজ এর অধিগ্রহনকৃত জায়গা হইতে আলেয়া ট্রাস্ট সুশীলন প্রশিক্ষন কেন্দ্র্র গমন ও নির্গমন এর জন্য রাস্টতা তৈরি করার উদ্যোগ গ্রহন করেন এবং নিমাই চন্দ্রবিশ্বাস এর পতি হরেন্দ্রনাথ বিশ্বাস এবং তারক চন্দ্র্রবিশ্বাস এর নিকট হইতে খরিদা ভুমির উপরোস্থ ভাইদের পরিত্যাক্ত ঘর অপসারন করিলে নিমাই চন্দ্র্রবিশ্বাস অলেয়া ট্রাস্ট সশীলন এর বিরুদ্ধে অভিযোগ করেন। সরজমিনে তদন্তে স্থানিয় ব্যাক্তিবর্গের নিকট থেকে শুনে এবং কাগজ পত্র দৃষ্টে আলেয়া ট্রাস্ট সুশীলন যে জায়গায় ঘরবাড়ি ভাঙ্গিয়া রাস্তা নির্মান করিতেছেন,তাহা আলেয়া ট্রাস্ট সুশীলন এর খরিদ জুমি,এবং অভিযোগকারি নিমাই চন্দ্রবিশ্বাস যে জায়গায় এখনও বসবাস করিয়া আসিতেছেন তাহাও আলেয়া ট্রাস্ট সুশীলন এর নিকট বিক্রয় করা হইয়াছে দেখা যায়। ফলে নিমাই চন্দ্র বিশ্বাস এর অভিযোগের সত্যতা প্রমানিত হয় না।
প্রতিনধিী গত ইং১৭-০৩-২০১৫ তাং সরজমিনে পরিদর্শনে এবং প্রকৃত সত্য ঘটনা ইৎঘাটনকরিবার জন্য ব্যাক্তিগত ভাবে অনুসন্ধান করেন। অনুসন্ধানে জানা যায়,নিমাই চন্দ্র বিশ্বাস,পিতা নগেন্দ্রনাথ বিশ্বাসএর পূর্বে বাড়ি ছিল কালীগন্জ থানাধীন কৃষ্ণগর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে নিমািই চনদ্র বিশ্বাসের পিতা নগেন্দ্রনাথ চন্দ্র বিশ্বাস বেলডাঙ্গা গ্রামের বাস চুকিয়ে পরিবারসহ ধানখালী (মুন্সীগন্জ)গ্রামে আসিয়া সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক অধিগ্রহনকৃত (মুন্সীগন্জ কালীগন্জ সড়কের পার্শ্বে) জায়গায় কাঁচা ঘরবাড়ী নমিারআনে বসবাস শুরু করেন।অত:পর বিগত ইং-২৯/০৬-২০০৫ তাং-৪৩৩৭নং রেজি: কবলায় এসএ ১৬০নং খতিয়ান ডিপি ১০৮৮নং খতিয়ানের সাবেক১৯৪৭ দাগ জরি হাল ৬১৯১সালের ১৬সতক ভূমির মধ্যে ৭সতক এবং ডিপি ৬৯৪ খতিয়ানের হাল ৬১৯৯দাগের ৩.০০একরের মধ্যে ৭সতক মোট ১৪সতক ভূমি জনৈিক পরেশ মন্ডল দিগের নিকট হতে নরেন্দ্র নাথ বিশ্বাস এর ৩পুত্র নিমাই চন্দ্র বিশ্বাস অভিযগ কারী তারক চন্দ্র বিশ্বাস এবং হরেন্দ্রনাথ বিশ্বাস খরিদ করিয়া ৩ভাই পৃথক পৃথক ঘরবাড়ি নির্মান করিয়া বসবাস করতে থাকেন। অত:পর নিমাই চন্দ্রবিশ্বাস পৃথক ৩খানা রেজি: কবলা অর্থাৎ ১৫/০২/২০০৯তাং ৬৫৫নং রেজি: কবলায় ৫শতক ০৭-১২-২০১৩তাং ৫১০০নং রেজি: কবলায় ৫সতক এবং ২৭-১২-২০১০ তাং ৫৪৬৮নং রেজি: কবলায় ৪সতক সর্বমোট ১৪সতক জমি প্রেসিডেন্ট আলেয়া ট্রাস্ট(সুশিলন)কালীগন্জ সাতক্ষিরা এর নিকট বিক্রয় করিয়া হরেন্দ্রনাথ বিশ্বাস ও তারক চন্দ্র বিশ্বাস অন্যত্র চলিয়া জান এবং নিমাইচন্দ্রবিশ্বাস অভিযোগ কারী বিরোধীয় জমির মধ্য র্পর্ব পার্শে এখনও বসবাস করিয়া আসতেছেন । নিমাই চন্দ্র বিশ্বাস তার খরিদা জমি আলেয়া ট্রাস্ট সুশীলন বরাবর বিক্রয় করিলেও এখনও দখল পরিতাগ করেননাই নিমাই চন্দ্রবিশ্বাস দিং এর নিকট হইতে খরিদা ১৪সতক ভুমির দক্ষন এবং পূর্ব পার্শ্বে আলেয়া ট্রাস্ট সুশীলন কালীগন্জ এর খরিদা জমির উপর উক্ত ট্রাস্ট এর ট্র্রেনিং সেন্টার অবস্থিত। ট্র্রনিং সেন্টারের ভিতরে গমন ও বহির গমন রাস্তা নির্মানের জন্য নিমাই চন্দ্র বিশ্বাস দিং এর নকিট হইতে খরিদা উত্তর পূর্ব পার্শ্বে সওজ এর অধিগ্রহনকৃত জায়গা হইতে আলেয়া ট্রাস্ট সুশীলন প্রশিক্ষন কেন্দ্র্র গমন ও নির্গমন এর জন্য রাস্টতা তৈরি করার উদ্যোগ গ্রহন করেন এবং নিমাই চন্দ্রবিশ্বাস এর পতি হরেন্দ্রনাথ বিশ্বাস এবং তারক চন্দ্র্রবিশ্বাস এর নিকট হইতে খরিদা ভুমির উপরোস্থ ভাইদের পরিত্যাক্ত ঘর অপসারন করিলে নিমাই চন্দ্র্রবিশ্বাস অলেয়া ট্রাস্ট সশীলন এর বিরুদ্ধে অভিযোগ করেন। সরজমিনে তদন্তে স্থানিয় ব্যাক্তিবর্গের নিকট থেকে শুনে এবং কাগজ পত্র দৃষ্টে আলেয়া ট্রাস্ট সুশীলন যে জায়গায় ঘরবাড়ি ভাঙ্গিয়া রাস্তা নির্মান করিতেছেন,তাহা আলেয়া ট্রাস্ট সুশীলন এর খরিদ জুমি,এবং অভিযোগকারি নিমাই চন্দ্রবিশ্বাস যে জায়গায় এখনও বসবাস করিয়া আসিতেছেন তাহাও আলেয়া ট্রাস্ট সুশীলন এর নিকট বিক্রয় করা হইয়াছে দেখা যায়। ফলে নিমাই চন্দ্র বিশ্বাস এর অভিযোগের সত্যতা প্রমানিত হয় না।