মানিকগঞ্জঃসরকারি নিয়ম অনুযায়ী আবাদি কৃষি জমি থেকে মাটি কাটার নিয়ম না থাকলেও এক শ্রেণির অসাধু ঠিকাদারেরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে তরা কালিগঙ্গা নদীর আবাদি ফসলের বুক থেকে বালি উত্তোলনের নামে মাটি কেটে নিয়ে যাচছে। ছবিঃ এম এ কাইয়ুম চৌধুরী।