.

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিল প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। আগামী বুধবার মাহফিল শুরু।

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধিঃ শতাব্দীর ঐতিহ্যবাহী, উপমহাদেশের ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র, দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ দরবার ছারছীনা দরবার শরীফের ৩ দিন ব্যাপী ইছালে ছওয়াব, ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল¬াহ সম্মেলন এর প্রস্তুতির সকল কাজ প্রায সম্পন্ন। আর মাত্র তিন দিন পরেই শুরু হবে মাহফিল। আগামী বুধবার অর্থ্যাৎ ১১ই মার্চ মাহফিল শুরু। ২৭, ২৮ ও ২৯ শে ফাল্গুন বাংলা ও  ১১, ১২ ও ১৩ মার্চ ২০১৫ ইংরেজী মোতাবেক রোজ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এ মাহফিল চলবে। শুক্রবার বাদ যুহর নামাজে লক্ষ, লক্ষ মুসলমানদের সমাগমে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাগনের কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হবে বলে জানা গেছে। 

তাই মাহফিলকে কেন্দ্র করে বরাবরের ন্যায় দেশের মুসলিম উম্মাহগন মহান আল¬াহকে খুশী করা ও পরকালের মুক্তি লাভের আশায় দলে দলে জমায়েত হতে শুরু করেছেন নেছারাবাদের সন্ধ্যা নদীর কোল ঘেঁষে পবিত্র ছারছীনা দরবার শরীফে। দেশের ভিবিন্ন প্রান্ত থেকে আগত মুসলি¬দের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে ছারছীনা দরবার শরীফ। আগামী মঙ্গলবার সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা মোজাম্মেল এবং মিলাদ তিলওয়াতের দ্বারা বাদ মাগরিবের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমীরে হিযবুল¬াহ আলহাজ্ব হযরত মাওলানা ছারছীনা পীর ছাহেব কেবলা শাহ্ মোঃ মোহেববুল¬াহ্ সাহেব এর মূল্যবান খুৎবা ও বয়ান দ্বারা মাহফিল আরম্ভ হবে বলে ছারছীনা মাহফিল ময়দান ঘুরে জানা যায়। তাই তড়িৎ গতিতে চলছে মাহফিল প্রস্তুতির সম্পূর্ন কাজ। আল-াহপাক রাব্বুল আল-আমীনের নৈকট্য লাভ, পার্থিব লোভ-লালসা ত্যাগ করে যার যার নেক মকসূদ আমল হাসিলের উদ্দ্যেশে মরহুম পীর সাহব কেবলাদ্বয় কুতুবুল আলম শাহ সূফী হযরত মাওঃ নেছারউদ্দিন (রহঃ) ও তদীয় জানশীন মুজাদ্দিদে যামান শাহ্ সূফী হযরত মাওঃ আবু জাফর মোহাম্মদ  ছালেহ সাহেব এর প্রতিষ্ঠিত এই ছারছীনা দরবারের ভক্ত, মুরিদান ও হাজীগনেরা কাধে কাধ মিলিয়ে মাহফিল প্রস্তুতি মূলক কাজে সেচ্ছাশ্রম দিচ্ছেন স্বতর্স্ফুতভাবে। 

কাজে থেমে নেই ছারছীনা পবিত্র বিদ্যাপিঠে পড়া কয়েক হাজার ছাত্র ভাইয়েরাও। মাহফিল কমিটির পরিচালনা পর্ষদ জানান, ছারছীনা দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল¬ামা শাহ্ সূফী নেছারুদ্দীন আহম্মদ (রহঃ) এর ৬৩ তম এবং তারই জানেশীন মোজাদ্দীদে যামান হযরত মাওঃ শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) এর ২৫ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব, ছারছীনা মাদ্রসার বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল¬াহ সম্মেলন আগামী ১১, ১২ ও ১৩ই মার্চ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার ছারছীনা দরবারের বিশাল ময়দানে অনুষ্ঠিত হবে। তারা আরো জানান, দাদা হুজুর নেছারুদ্দিন (রহঃ) ১৯১২ সাল থেকে লক্ষ লক্ষ দীনদ্বার, ধর্ম প্রাণ মুসলি¬দের সমাগমে ছারছীনার এই মাহফিল শুরু করে আসছেন। এবং সেই থেকে প্রতি বছরের ন্যায় এই মাহফিল  হচ্ছে। থানা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে মাহফিলকে ঘিরে থাকবে সর্বাতœক নিরাপত্তা বেষ্টনী। এছাড়াও সরেজমিন ঘুরে আরো জানা যায়, মাহফিলে আসা মুসলি¬ ও মেহমানদের জন্য থাকবে ফ্রী মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা ব্যাবস্থা। মাহফিলের প্রধান ফটক, প্যান্ডেরের কিছু অংশ ছাড়া সব কাজই সম্পর্ন্নর পথে। মাহফিলের সেচ্ছা সেবক দলের কয়েকজন জানিয়েছেন, আগামীকাল সোম বারের মধ্য প্রস্তুতির সকল কাজ সম্পূর্ন হবে। সকল ওলামা, খেলাফা, তালিমদাতা, মোহেব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল¬াহর সকল কর্মী ও দীনদার মুসলমানগনকে মাহফিলে যোগদান ও প্রচার কার্যের জন্য আহবান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওঃ শাহ মোহাম্মদ মোহেববুল¬াহ (মা.জি.আ.)।