.

একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা শিক্ষামন্ত্রীর

চতুর্থ ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনকারিদের সবাইকেই  ভর্তির নিশ্চয়তা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


তিনি বলেছেন, চতুর্থ ধাপে যে ৮২ হাজার ৫৪৪ জন আবেদন করেছিল তারা কেউ বাদ যায়নি। অনলাইনে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের সবাইকে কোনো না কোনো কলেজে ভর্তি করা হবে। আগামী ২৬ জুলাই পর্যন্ত তারা এ সুযোগ পাবে। এ ছাড়া আগামী আগস্ট মাসজুড়ে ভর্তিচ্ছুদের কলেজ বদলের সুযোগও থাকবে।


বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।


নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এখনও যারা ভর্তি হয়নি কিংবা পছন্দমত কলেজে সুযোগ পায়নি, তারা আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার আসন আছে। সেখানেও ভর্তি হওয়ার সুযোগ আছে।’


তিনি আরো বলেন, ‘এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন উত্তীর্ণ হয়। এ পর্যন্ত সব মিলিয়ে ১১ লাখ ৭৬ হাজার ১০৭ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। শুধু ঢাকা বিভাগে ১৪টি কলেজে একজন জন ছাত্রও ভর্তির জন্য আবেদন করেনি।
এর আগে গত ৫ জুলাই সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘যেসব শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তারা বিলম্ব ফি ছাড়াই ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে।’


ওইদিন তিনি এও বলেছিলেন, ‘চারটি ধাপে  শিক্ষার্থীরা একাদশে ভর্তির সুযোগ পাবে।  প্রথম ও দ্বিতীয়  মেধা তালিকায় যেসব শিক্ষার্থী নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও ভর্তি হয়নি, তারা ৯ ও ১০ জুলাই আবেদন এবং ১২ জুলাই পর্যন্ত ভর্তির সুযোগ পাবে।


এ ছাড়া যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি বা অসুস্থতাসহ অন্য কোনো কারণে ভর্তি হতে পারেনি, তাদের বিলম্ব ফি ছাড়াই ভর্তির সুযোগ দেওয়া হবে। এসব শিক্ষার্থী ১৩ থেকে ২১ জুলাই আবেদন করতে পারবে। বাছাই করে ২৩ জুলাই তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ ও ২৬ জুলাই ভর্তির সুযোগ পাবে।’