.

রাজন হত্যা মামলায় আরেক আসামি আটক !!

শিশু সামিউল আলম রাজন হত্যায় জড়িত আরেক আসামিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আসামির নাম তাজ উদ্দিন আহমেদ বাদল। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে জালালাবাদ উপজেলার শেঠপাড়া এলাকায় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রাজন হত্যাকাণ্ডে গ্রেফতার অন্য আসামিরা রিমান্ডে জানিয়েছে, এ জঘন্য ঘটনায় তাজ উদ্দিনও জড়িত আছে। আর এর পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। এ মামলায় ৬ জন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গত গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে।