বানিয়াচংয়ে সাংবাদিকের বাড়ীর গ্রীল কেটে চুরি
বানিয়াচংয়ে সাংবাদিকের বাড়ীর গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে সাগর দিঘীর পূর্বপাড়ে সাংবাদিক সৈয়দ মছরুর আহমেদের বাড়ীতে। সাংবাদিক মছরুর জানান, বাড়ীর সবাই ঘুমন্ত থাকাকালে রাত অনুমান দেড়/দুইটার দিকে অজ্ঞাত চোরেরা পাকা ঘরের লোহার গ্রীল কেটে প্রবেশ করে তিনটি মূল্যবান মোবাইল ফোনসেট ও নগদ এক হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা পালিয়ে যাবার সময় গ্রীলের শব্দ পেয়ে বাড়ীর অনেকের ঘুম ভাঙ্গলে পিছনে ধাওয়া দিয়ে চোরদের খুঁজে পাওয়া যায়নি।