চলতি ২০১৫-১৬ অর্থবছরের "করদাতাকে" ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী দাখিলের সঙ্গে বাড়ি ভাড়ার তথ্য (বাড়ি ভাড়ার ব্যাংক সংক্রান্ত হিসাবের কপি) ও ভাড়ার বিবরণ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। বিবরণীর তথ্যে গরমিল, ভুল বা তথ্য গোপন করা হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, আয়কর অধ্যাদেশ অনুযায়ীই করদাতাকে এ নির্দেশনা মানতে হবে।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ৩৫ সংশোধন করে ৮ নম্বর বিধি অনুযায়ী ২০১৪ সালের ২২ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা জারি করে, এ নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়, ‘বাড়ি ভাড়া জমা করা সংক্রান্ত ব্যাংক হিসাবের তথ্য সংশ্লিষ্ট উপ-কর কমিশনারকে অবহিত করতে হবে। আয়কর বিবরণী দাখিলের সময় বিবরণীর সঙ্গে বাড়ি ভাড়া সংক্রান্ত ব্যাংক হিসাব বিবরণীর অনুলিপি অবশ্যই দাখিল করতে হবে।’
নির্দেশনা অনুয়াযী, বাণিজ্যিক বা আবাসিক বাড়ি ভাড়া মাসিক ২৫ হাজার টাকা হলে সে হিসাব যে কোনো তফসিলি ব্যাংকে পরিচালনা করতে হবে। আইন অমান্য করলে মোট আয়ের ৫০ শতাংশ জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।
বাড়ি ভাড়া সংক্রান্ত করাঞ্চলের একজন সহকারী কর কমিশনার বলেন, জরিপে পাওয়া সব বাড়ি মালিকের তথ্য আমাদের কাছে রয়েছে। এসব বাড়ির মালিক আয়কর বিবরণীতে বাড়ি ভাড়ার বিষয় উল্লেখ ও বাড়ি ভাড়ার ব্যাংক লেনদেন সংক্রান্ত কপি জমা না দিলে কঠিন শাস্তি পেতে হবে।