.

স্ত্রীর প্রেমিকের হাতে প্রবাসী খুন !!!



সাভারের রাজাশন এলাকায় পরকীয়া প্রেমের জের ধরে কোরবান আলী (৪০) নামে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রীর প্রেমিক ইউনুস। বুধবার সকালে রাজশন এলাকার মিটন পূর্বপাড়া মহল্লায় নিহত প্রবাসীর নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হত্যাকাণ্ডের এঘটনায় পুলিশ নিহতের স্ত্রী কোহিনুর বেগমে আটক করলেও প্রেমিক ইউনুস আলী পালিয়ে যায়। হত্যাকারী ইউনুস আলী (৩৫) রাজাশন এলাকার নুকু উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী কোরবান আলীর স্ত্রী কোহিনুর বেগমের সঙ্গে একই এলাকার ইউনুস আলীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জেনে যাওয়ায় বুধবার সকালে প্রেমিক ইউনুসকে নিজের ঘরে ডেকে নেয় কোহিনুর। এসময় কোহিনুরের সহায়তায় প্রবাসী স্বামী কোরবান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রেমিক ইউনুস। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে কোরবান আলীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে I