তিন সাংবাদিক সিরিয়ায় নিখোঁজ হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে সংঘাতপূর্ণ শহর আলেপ্পো থেকে তারা নিখোঁজ হয়েছেন। স্প্যানিশ ফেডারেশন অব জার্নালিস্টস (এসএফজে) মঙ্গলবার বিষয়টি জানিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।
এসএফজে’র প্রেসিডেন্ট এলসা গঞ্জালেজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, গত ১০ জুলাই তুরস্ক হয়ে ওই তিন সাংবাদিক সিরিয়ার আলেপ্পোয় প্রবেশ করে। এর দুইদিন পর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা এক সঙ্গে আছেন কিনা তাও জানা যায়নি বলে জানান এলসা।
সিরিয়ার আলেপ্পো এখন সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা। ইসলামিক স্টেট বা আইএসসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষ ও সরকারি সেনাদের মধে সেখানে ত্রিমুখী লড়াই চলছে। উল্লিখিত তিন পক্ষেরই নিয়ন্ত্রণ রয়েছে আলেপ্পোয়।
নিখোঁজ তিন সাংবাদিক হলেন- অ্যান্টোনিও পাম্পলিয়েগা, জোস ম্যানুয়েল লোপেজ ও অ্যাঞ্জেল সাস্ত্রী। এর মধ্যে অ্যান্টোনিও ও সাস্ত্রী প্রতিবেদক এবং লোপেজ ফটোগ্রাফার। এর আগে তিনজনই আলেপ্পোয় এক মাস কাজ করেছেন। এছাড়া লোপেজ ফ্রিল্যান্সার হিসেবে আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন কসোভো ও ইরানে কাজ করেছেন।