সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবু তালেব নামের এক শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে নিজের বুকে ব্লেড চালিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
গুরুতর আহত আবু তালেব শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সোমবার (২৭ জুলাই) শাবিপ্রবি ক্যাম্পাসের শ্রেণীকক্ষে ঘটনাটি ঘটেছে।
আবু তালেবকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে কয়েক দফা অস্ত্রপচার করা হয়েছে বলে মেডিকেল সূত্র নিশ্চিত করেছে।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এক ছাত্রীর প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র শ্রেণীকক্ষে বসে বুকে ব্লেড চালায়।