.

বঙ্গবন্ধুকে সম্মান করতে না পারলে বাংলাদেশ ছাড়ুন

ঢাকা প্রতিনিধি:- জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে না মানলে সরকারি কর্মকর্তাদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তারানা হালিম বলেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতি করতে পারেন না। তবে সকল রাজনীতির ঊর্ধ্বে থেকে বঙ্গবন্ধুকে সম্মান করতে হবে। আর যদি বঙ্গবন্ধুকে সম্মান করতে না পারেন তাহলে বাংলাদেশের নাগরিত্ব ছাড়েন। এ দেশ ছেড়ে চলে যান।' তিনি আরো বলেন, 'কেউ যদি বঙ্গবন্ধুর ছবি নামাতে চায় তাহলে আপনাদের প্রতিবাদ করতে হবে।'

জয় বাংলা শব্দের সঙ্গে জয় বঙ্গবন্ধুকে পৃথক করার কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, 'জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু দুটি শব্দ নয়। একে পৃথক করার কোনো সুযোগ নেই। কেউ কেউ শুধু জয় বাংলা বলে নিরপেক্ষ অবস্থান বুঝাতে চান। একে দ্বিখণ্ডিত করা যাবে না। এটা অন্যায়, এটা পাপ।'

বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয় সে জন্য ইনডেমনিটি অধ্যাদেশ একটি মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন,' আমরা দলের স্বার্থে অনেক সময় মানবতাবিরোধী কাজ করি। তবে আমরা এখন দায়মুক্তির সেই শিকল থেকে বেরিয়ে এসেছি। এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে।'

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী প্রমুখ।