মরিচের জমজমাট
ব্যবসা-
নওগাঁয় মরিচ ভাঙ্গা মিলগুলোতে
চলছে অবাধে পচাঁ মরিচ ভাঙ্গার
মহোৎসব।এখানে এক ভাগ ভালো
মরিচের সাথে তিন ভাগ পচাঁ মরিচ
মিশিয়ে তা গুড়ো করে বাজারে
বিক্রি করা হচ্ছে।এতে প্রতারিত হচ্ছে
মানুষ।এ মরিচ খেয়ে মানুষের পেটের
অসুখ ও অন্যান্য সমস্যার সৃষ্টি হচ্ছে।
মিলগুলোতে গেলে মিল মালিকেরা
বলেন বিভিন্ন দোকানিরা তাদের
কাছে মরিচগুলো নিয়ে আসে এবং তা
ভাঙ্গিয়ে নিয়ে যায়।আর তারাই তা
বাজার জাত করে।কাজেই তারা
নিজেদের নির্দোষ বলে দাবি করেন।