.

মানিকগঞ্জে ব্যাংক ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরে এক্সিম ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়েছে।

শনিবার সকালে ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ আনসারী ও বিস্ফোরক দ্রব্য আইনে মানিকগঞ্জ সদর থানার এসআই দীপংকর রায় মামলা দুটি করেন।

এদিকে, বেলা ২টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংক পরিদর্শন করেন।

মানিকগঞ্জ সদর থানার এসআই দীপংকর রায় জানান, ডাকাতি চেষ্টার ঘটনায় দুজনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের আবদুল খালেকের ছেলে আরিফ হোসেন (৪২) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শাহীনুর রহমান (৩৫)। এ ঘটনায় আলী নামের আরেকজন পালিয়ে গেছে। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

মামলায় সাতজনকে আসামি করা হয়েছে বলে তিনি আরো জানান।

প্রসঙ্গত, শুক্রবার রাতে এক্সিম ব্যাংকের ওই শাখায় একদল ডাকাত পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে ডাকাতদের অস্তিত্ব সিসি ক্যামেরার জিপিএসের মাধ্যমে টের পেয়ে ব্যাংকের ব্যবস্থাপক বিষয়টি পুলিশে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেন।