সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনির ছেলে
ইয়াবা ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন মিন্টুকে ৯৮ পিচ ইয়াবা ও ধারালো চাকুসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাড়াশ থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে ঘোষ পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন মিন্টুর দেহ তল্লাসী করে প্যান্টের পকেটে রাখা ৯৮ পিচ ইয়াবা ও একটি ধারালো টিপ চাকু সহ তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইন-চার্জ এটিএম আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।