স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের একটি পরিসংখ্যানে বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করা উন্নতির খবর উঠে এসেছে। বিশ্বের শক্তিধর ক্রিকেট টিমগুলোকে টেক্কা দিয়ে স্বপ্নেও যা ভাবেনি বাংলাদেশ ঠিক সেখানেই পৌঁছে গেছে।
কয়েকদিন আগে আইসিসিতে বাংলাদেশ সেরা সাতে নিজেদের জায়গা করে নেয়। কিন্তু এবার এক পরিসংখ্যানটাই চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। এ হিসাবে বাংলাদেশের সামনে আর মাত্র দুটি দেশ রয়েছে। একটি হলো অস্ট্রেলিয়া অন্যটি হলো নিউজিল্যান্ড। আর এখানে বাংলাদেশ ৩ নম্বরে।
২০১৫ সালে খেলা ম্যাচের হিসেব মোতাবেক। ১৫ টি ম্যাচে বাংলাদেশ ১০ ম্যাচে জয় পায়। জয়ের হার ৬৬.৬৬। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ২৬ ম্যাচে ১৮টিতে জয় পায়। জয়ের হার ৭২ %।
নাম্বার ওয়ানে থাকা অস্ট্রেলিয়া ১৩ ম্যাচের ১১টি জয় পাওয়ায় ৯১.৬৬ % জয়ের হার তাদের।
এর পরে ভারত ১৮ ম্যাচে ১১ জয় পায়। তাদের জয়ের হার ৬৪.৭০ %। পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ১৬ ম্যাচে ১০ টি জয় পায়। তাদের জয়ের হার ৬২.৫০ %। ছয় নম্বরে থাকা পাকিস্তান ২০ ম্যাচে ১১টিতে জয় পায়। তাদের জয়ের হার ৫৫.৫৫ %। বাংলাদেশ এই বছর এটাকে ধরে রাখতে পারলে আইসিসিতে আসবে বড় পরিবর্তন।