.

চাঁদপুর ১১ বছর বয়সী কিশোরী ধর্ষিত

জানা যায়, চাঁদপুর কল্যাণপুরে ১১ বছর বয়সী কিশোরী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৪ আগস্ট রাত ১১টায় ওই কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতিতে তার আপন চাচাতো ভাই কালাম তপাদারের ছেলে ইরণ (২২) তাকে ঘরে একা পেয়ে উপুর্যপরি ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই কিশোরীর যৌনাঙ্গ ফেলে যায়। বিষয়টি ওই কিশোরীর বাবা-মা ছেলে বাবা কালাম তপাদারকে জানালে বিষয়টি তারা পারিবারিকভাবে মিমাংসা করবে বলে কিশোরীর বাবা-মাকে আশ্বস্ত করে।
কিন্তু তারা ওই বিষয়ের মিমাংসা না করে নানাভাবে টালবাহানা করতে করতে সময়ক্ষেপণ করে। অবশেষে ওই কিশোরীর বাবা-মা বিষয়টি বুঝতে পেরে কিশোরীকে চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার জানান, প্রায় ৬ দিন দেরিতে আসায় মেয়েটির ধর্ষিত হওয়ার আলামত মেয়েটির শরীর থেকে মুছে গেছে। ফলে এখন আর এ বিষয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
কিশোরীর বাবা জানান, ‘আমরা গরিব মানুষ, কেইস মামলা করার ট্যাকা পামু কুথায়? আমার মাইয়াডারে আমার ভাইয়ের পোলা এই কাম করলো, আল্লাহ তার বিচার করুন।’