সাভার প্রতনিধিি:- সাভারে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে বাঁশ পরে অধরা (৬) নামের এক কোমলমতি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় শিশুটির মাথায় নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়লে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশু অধরার পরিবারকে অর্থিক সহযোগিতা করায় শিশুটির পরিবার ভবন মালিকের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অধরা কুষ্টিয়া জেলা ও সদর থানা এলাকার রহিদুল সরকারের মেয়ে। নিহত শিশু অধরা’র বাবা রহিদুল সরকার একজন গার্মেন্টস কর্মী। তিনি জানান, সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর মহল্লায় ইয়া হিয়া খানের নির্মাণাধীন ৩ তলা বাড়ীর ছাদ থেকে একটি বাঁশ পরে অধরা’র মাথায়। এ সময় অধরা ঐ বাড়ীর নিচে খেলা করছিল।
পরে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় সে। পরে তাকে স্থানীয়রা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে লাইফ সার্পোট দেওয়া হয়। গতকাল সকালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) এসএম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিুশু অধরা নিহতের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোন প্রকার মামলা করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।