.

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :- ঝিনাইদহের কালীগঞ্জে আহসান উদ্দীন ওরফে কমল (৩০) নামের এক মাদক ব্যবসায়ী ১২৫ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের বিহারী মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আহসান উদ্দীন কমল শিবনগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর আশরাফ উদ্দীন জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্য কালীগঞ্জের বিহারী মোড়ে অভিযান চালায়। এ সময় ১২৫ পিস ইয়াবাসহ আহসান উদ্দীন ওরফে কমল কে আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।