.

মুক্তমনাদের সীমালঙ্ঘন না করার জন্য আহ্বান করছি : আইজিপি


ব্লগারদের উদ্দেশ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন এমন কিছু লেখা উচিৎ না, যা মানুষের অনুভূতিতে আঘাত করে। তাই এক্ষেত্রে মুক্তমনাদের সীমালঙ্ঘন না করার জন্য আহ্বান করছি।
রবিবার বিকেল পৌনে ৬টায় পুলিশ সদর দপ্তরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, যারা ইসলামের নামে হত্যার মতো জঘন্য কাজ করেন তাদেরকে বলছি, যারা ধর্ম নিয়ে কিছু বলে থাকে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তাদেরকে হত্যা না করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করবেন।
এসময় আইসিটি আইনের ৫৭ ধারার উল্লেখ করেন তিনি। এতে বলা আছে- যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় সে ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হচ্ছে ১৪ বছরের জেল। এজন্য ইসলামের জন্য হত্যা না করে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন আইজিপি।