.

অবাদে চলছে ইয়াবা গাঁজা সহ সকল মাদক দ্রব্য ধংস হচ্ছে ওনেক পরিবার।

এন,এইচ,সি,আরএফ নিউজ, অবাদে চলছে ইয়াবা গাঁজা সহ সকল মাদক দ্রব্য সারাদেশে এখন জমজমাট হয়ে উঠেছে মরন নেশা ইয়াবা,ইয়াবা নেশায় আসক্তরা বলেন ইয়াবা খেলে গন্ধ বের হয়না তাই সবাই বুঝতে পারেনা। নওগাঁ রাণীনগর, ও বগুড়া  আদমদিঘী এর বিরাট প্রভাব আদমদঘিী থানার চাঁপাপুর ইউনিয়ন চাঁপাপুর বাজার এই ইয়াবা বিক্রয় কেন্দ্র এখান থেকে আবাদ পুকুর ,খাঁনপাকুর,রাতয়াল বগার বাড়ি এসব এলাকার ওনেক গ্রামে নিয়ে য়ায। আর প্রতিদিন আসক্ত হচ্ছে শতশত যবুক বেরেছে চুরি আত্য হত্যা এমন কি নারি ও শিশু নির্যাতন ।আার মাদক দ্রব্য সহ কাওকে ধলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে মামলায় আল্প কিছু জরিমানা করে কিম্বা ৬ মাষের  জেল,তারা আবার জেল থেকে এসে আবার শুরু করে মাদক সেবন আথবা মাদক বিক্রয়।ন্যশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন  সরকারের কাছে আকুল আবেদন
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সংশধনে এনে এমন সাশ্তির বিধান করে যেন মাদক দ্রব্য বিক্রয়ের নাম শুনলে ভয়পায়।