.

ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫


ফিরোজ মাহমুদ রাণীনগন প্রতিনিধি:নওগাঁয় রাণীনগর উপজেলা পরিষদ চত্বররে আগামি  (০৭/০৯/২০১৫)ইং ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫ উপলক্ষে এক আলোচনা সভা,সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:মুনিরুল ইসলাম পাটুয়ারী উপজেলা চেয়ারম্যান জনাব মো:আলফারুক জেমস উপজেলা শিক্ষা অফিসার জনাব এস,এম আসাদুজ্জ জামান রাণীনগর থানার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সহ আরো ওনেকে