.

৭নং একডালা ইউনিয়নে হচ্ছেনা ডিজিটাল জন্ম নিবন্ধন ৫০০ টাকা বিনিময়ে চিয়ারম্যান এর সই নকল করে হাতে লিখে বয়স বারানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:নওগাঁয় রাণীনগরে ৭নং একডালা ইউনিয়ন সচিব মো:আব্দুল হাকিম অবাদে জন্ম নিবন্ধন বয়স ঠিক করে দিচ্ছে ১৪ বসরের কোন মিয়ের অভিভাবক আসলে ৫০০টাকা বা ১০০০টাকা দিয়ে বয়স সংশোধন করে দিচ্ছে।আর ঐ জন্ম নিবন্ধন দিয়ে দিচ্ছে বাল্য বিবাহ।আবার অন্য ইউনিয়নের কোন জন্ম নিবন্ধন আসলে ঐ ব্যপন নাস্বার দিয়ে ৭নং একডালা ইউনিয়নের ফরমে নিবন্ধন করে নিজের সিল মেরে সাক্ষর করে দিয়ে টাকা নিচ্ছে সেখান কার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সাথে কথা বললে তারা জানায় আমাদের কোন কাজ নেই সকল জন্ম নিবন্ধন ইউ,পি সদস্য মো:শহিদুল ইসলাম সহ সচিব মিলে সকল নিবন্ধন করে।