.

নগরীতে ভূমিদস্যুদের অত্যাচারে অসহায় একটি পরিবার, দেশত্যাগের হুমকি


বরিশাল, নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতয়ালী মডেল থানা এলাকার গোড়াচাঁদ দাস রোডে
অবৈধভাবে জাল-জালিয়াতির করে রাতারাতি সম্পত্তির মালিকবনে যাওয়া ভূমিদস্যুদের কাছে ৬৭ বছর ধরে বসবাসকারী mnvq-m¤^jnxb একটি সংখ্যালঘু হিন্দু পরিবার অসহায় হয়ে পড়েছে। হিন্দু পরিবারটি আজ সুবিচারের আসায় দাড়েদারে ঘুরছে।

ভূক্তভোগী পরিবারটি জানায়, তফসিল ভূক্ত সম্পত্তি প্রকৃত মালিক নি:সনত্মান মৃত. উষা সেনগুপ্তর। ্‌রনজিৎ কুমার রায় দীর্ঘ ৬৭ বছর থেকে পরিবারের অনান্য সদস্যদের নিয়ে দত্ত্বক হিসেবে বসবাস করে আসছেন। উষা সেনগুপ্ত মৃত্যুবরন করলে জমির মালিক হয় রবীন্দ্রনাথ দাসগুপ্ত। দীর্ঘ সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রানত্ম নি:সনত্মান রবীন্দ্রনাথ দাসগুপ্ত জীবিত কালীন অবস্থায় তফসিল ভূক্ত সম্পত্তির লোভে ভূমিদস্যুরা মাথা চাড়া দিয়ে উঠে। অর্থাভাবে বিনা-চিকিৎসায় রবীন্দ্রনাথ দাসগুপ্ত মৃত্যুবরন করার পর অবৈধভাবে জাল-জালিয়াতি করে রাতারাতি সম্পত্তির মালিকবনে যাওয়া ভূমিদস্যুরা। এরপর ভূমিদস্যুরা জানান দেয় রবীন্দ্রনাথ দাসগুপ্ত এই জমি তাদের কাছে বিক্রি করেছে। রবীন্দ্রনাথের মৃত্যুতে নানা ধরনের ভয়ভীতি ও অস্‌্েরর মূখে ভাড়াটিয়া দলিলে ¯^vÿi করিয়ে নেয় বসবাসকৃত পরিবাটির। বর্তমানে অন্যত্র চলে যাবার জন্য প্রাননাশের হুমকি দিয়ে আসছে ভূমিদস্যুরা।

স্থানীয় থানায় জিডি ও প্রশাসনের বিভিন্নস্থরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রকার সহযোগীতা পাচ্ছে না পরিবাটি। বর্তমানে প্রভাবশালী এই ভূমিদস্যুরা দেশত্যাগ করার হুমকি দিচ্ছে। স্থানীয় সূত্র জানায়, শত দু:খ-কষ্ট, নানা ধরনের বাধা-বিপত্ত্বি সহ্য করে রনজিৎ কুমার রায় তার পরিবার পরিজন নিয়ে দীর্ঘকাল গোড়াচাঁদ দাস রোডে প্রায় ধংসপ্রাপ্ত “নাজির বাড়ি”-তে বসবাস করে আসছেন। আজ নিরম্নপায় রনজিৎ কুমার রায়কে শুন্য হাতে চলে যেতে হবে। পাশাপাশি নাজির বাড়িটি আজ জাল-জালিয়াতির মাধ্যমে কুচক্রি ভূমিদস্যুরা দখল করে নিয়েছে এটা মেনে নেয়া যায় না।

জেলা বার সমিতির একাধিক আইনজীবি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী ৬৭ বছর থেকে বসবাসকারী হিন্দু এই পরিবারটির অগোচরে প্রকৃত মালিকও বিক্রি করতে পারে না। প্রশাসনের উচিৎ সংখ্যালঘু হিন্দু অসহায় পরিবারটির পাশে দাড়ানো।