সাভার প্রতিনিধী (আকরাম হোসেন) ২৪/০৮/২০১৫ ঃ-সাভার ডগর মোড়ার এলাকায় তিন বছর বয়সের মেয়ে আইরিনকে তার সৎ মা বিনা বেগম (২০) তার সৎ মেয়েকে তাদের নিজ বাড়ির দোতালা ছাদ থেকে মুখ চেপে ধওে নিচে ফেলে দেয়। কিন্ত অলৗকিক ভাবে শিশুটি বেচে যায়। তবে তার মাথায় চার পাচ জায়গায় কেটে যায়। শিশুটি এখন ডাকÍারের চিকিৎসাধিন আছে। শিশুটির দাদা রিপন সাহেব সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ এসে বিনা বেগমকে গ্রেপÍার করে নিয়ে যায়। এই বেপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়।
সৎ মার অসৎ কাজ
সাভার প্রতিনিধী (আকরাম হোসেন) ২৪/০৮/২০১৫ ঃ-সাভার ডগর মোড়ার এলাকায় তিন বছর বয়সের মেয়ে আইরিনকে তার সৎ মা বিনা বেগম (২০) তার সৎ মেয়েকে তাদের নিজ বাড়ির দোতালা ছাদ থেকে মুখ চেপে ধওে নিচে ফেলে দেয়। কিন্ত অলৗকিক ভাবে শিশুটি বেচে যায়। তবে তার মাথায় চার পাচ জায়গায় কেটে যায়। শিশুটি এখন ডাকÍারের চিকিৎসাধিন আছে। শিশুটির দাদা রিপন সাহেব সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ এসে বিনা বেগমকে গ্রেপÍার করে নিয়ে যায়। এই বেপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়।