.

স্বরুপকাঠিতে তিন মাদক পাচারকারী ২৮৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার




nhcrf নিউজ, (5 সেপ্টেম্বর) স্বরুপকাঠি প্রতিনিধি ,
স্বরুপকাঠির সারেংকাঠি ইউনিয়নের নাওয়ারা এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ২৮৯০ বোতল ফেন্সিডিল ও মাছের  ট্রলারসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার ওসি মো. মনিরম্নল ইসলামের নেতৃত্বে এসআই কেএম মোতালিব, এস আই মামুনর রশিদ পল্টন, এএসআই মোজাম্মেল ও সংগীয় পুলিশ অভিযান চালিয়ে ওই  ট্রলারটি আটক করে। এসময় ট্রলারটি তল­াসী করে ট্রলারের ছুইয়ের নিচে বিশেষভাবে তৈরিকৃত বক্সের (পাটাতনের) মধ্যে ২৮৯০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ওই ট্রলারে থাকা তিন মাদক ব্যবসায়ী খুলনা শহরের লবনচোরা এলাকার মোক্তার হোসেন রোডের বাসিন্দা মোকাম গাজীর ছেলে নুরম্নল ইসলাম ও বিএমসি কোয়ার্টার (নদীর পাড়)এলাকার ছোমেদ গাজীর ছেলে  ফারম্নখ হাওলাদার ও  আব্দুর রশিদ হাওলাদারকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা জানায় তারা ওই ফেন্সিডিল মোংলা থেকে ইন্দুরহাটে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  পেন্সিডিল ও গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরম্নল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বেলা ৪.২০ মিনিটের সময় তার নেতৃত্বে এস আই মোতালেব ও এ এস আই মোজাম্মেলসহ সংগীয় ফোর্স সারেংকাঠি ও কামারকাঠির মধ্যেবর্তী স্থান থেকে নিয়ে আসা ওই মাছ ধরার ট্রলারটিতে তলস্নাশী চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে ২ হাজার ৮৯০ পিস ফেন্সিডিলসহ ওই তিন জনকে আটক করা হয়। মামলার বাদী এস আই মামুন-অর-রশিদ পল্টন জানান, উদ্বারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ২৩ লড়্গ ২৬ হাজার টাকা।