স্বরুপকাঠিতে জন্মাষ্টমী উদযাপিত
- উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল
শনিবার সকালে স্বরুপকাঠিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য
শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে সনাতন ag©vj¤^x‡`i ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন পিরোজপুরের -১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। পূজা পরিষদের সভাপতি
অধ্যাপক বিধান চন্দ্র মৈত্রের সভাপতিত্বে ইন্দুরহাট কালিবাড়ি মন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন পিরোজপুর আইজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.কানাই লাল বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.লাভলু
আহমেদ, চিদানন্দ mi¯^Zx (দিলীপ সন্ন্যাসী),পূজা উদযাপন পরিষদের সম্পাদক অধ্যাপক সঞ্জীব কুমার হালদার,অধ্যাপক উত্তম কুমার মিস্ত্রী, প্রমুখ। এরপুর্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।