.

আবাদ পুকুর চার মাথা মোড়ে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা।


ফিরোজ মাহমুদ রাণীনগর প্রতিনিধি:১৫/১০/১৫ইং নওগাঁ জেলা রাণীনগর থানার উদ্যোগে কালিগ্রাম ইউনিয়ন আবাদ পুকুর চার মাথা মোড়ে কমিউনিটি পুলিশিং মত বিনিময় সভা। অনুষ্ঠিত হয়। সভায় ওসি আব্দুল লতিফ খান বলেন পুলিশিই জনতা জনতাই পুলিশ,তিনি আর   বলেন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ যাবতীয় সকল প্রকার অপরাধ দমন করতে আমরা  আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করি  আপনাদের আশে পাশের সকল  আপরাধের তথ্য আমাকে সরাসরি দিতে পারেন।সভার মত বিনিময়ে সাধারন মানুষের দাবি আবাদ পুকুর বাজার রাণীনগর থানা থেকে প্রায় ১৮ কি:মি: দুরে তাই এথানে কোন আপরাধ হলে পুলিশকে খবর দিলে সেখান থেকে আসতে প্রায় ৩০ মিনিট লাগে আর এই ফাকে আপরাধিরা আপরাধ করে পালিয়ে য়ায।আবাদ পুকুর বাজারে প্রতিদিন কোটি টাকার বেশি টাকা লেনদেন করা হয়।আদমদিঘী চাপাপুর আত্রাই নাটর নদিগ্রাম বগুরা নওগাঁ সকল যায়গাই যাওয়া জায় তাই এখানে যেকোন সময় যে কোন আপরাধ হতেপরে।তাই আবাদ পুকুর বাজারে পুলিশ ফারি করার জন্য এলাকা বাশি দাবি যানায়।সভায় সভাপতিত্ব করেন মো:আব্দুল লতিফ খান অফিসার ইনর্চাজ রাণীনগর থানা,প্রধান অতিথী মো:খোরশেদ আলম আতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ। বিশেষ অতিথী মো:আল ফারুক  জের্মস,উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথী ,মো:গোলাম মোস্তফা চেয়ারম্যান কালিগ্রাম ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথী মো:হারুন আর রশিদ সভাপতি কমিউনিটি পুলিশিংকালিগ্রাম ইউনিয়ন প্রমখ।