.

রাণীনগরে অবৈধ সম্পক জের ধরে মারধর।

নাজমুল হাসান রাণীনগর প্রতিনিধি:নওগাঁয় রাণীনগরের যাত্রাপুর গ্রামে গত ১৬/১০/১৫ইং তারিখে প্রবাশী রেজাউল করিম এর স্ত্রী রাশেদা বিবি (৩৫  )এর তৈরী ধর্ম ছেলেকে নিয়ে দীর্ঘদিন যাবত রাত যাপন করে আসছিল।এই ঘটনায় রেজাউলের বড় মেয়ে রেবেকার স্বামী মতিন শশুর বাড়িতে বেড়াতে এসে এই ঘটনার মুখোমুখি হয়।সে নিজেই এই ঘটনার প্রতিবাদ করে এবং ধর্ম ছেলে কুদ্দুসকে মারধর করে বাড়িথেকে বাহির করে দেয়।স্হানিয় সুত্রে আরও জানা যায় রাশেদা বিবি এধনের অপকর্মের সাথে দীর্ঘ দিন ধরে সংপৃক্ত।