.

র‌্যাব কর্তৃক ইউজিসি কর্মকর্তাকে হত্যার অভিযোগ পরিবারে

nhcrfনিউজ, ০২ অক্টোবর : র‌্যাব হেফাজতে মারা যাওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা অভিযোগ করেছেন, র‌্যাবের নির্যাতনে তার স্বামীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

শম্পা বলেন, ‘তার স্বামী দোষ করলে তার জন্য আইন আছে, আদালত আছে। আদালত তার স্বামীকে শাস্তি দেবে।’

তিনি বলেন, ‘শারীরিকভাবে তার স্বামী সুস্থ ছিল। র‌্যাব ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করেছে।’

র‌্যাব তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুজাহিদ জানান, ওমর সিরাজের স্ত্রী আবেগতাড়িত হয়ে এসব কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, এখনো বলছি- ওমর সিরাজ চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।’

১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সহকারী পরিচালক ওমর সিরাজ (৩২), বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের স্টোরকিপার রেজাউল করিম (৩২) ও ঈশান ইমতিয়াজ হৃদয় (২২) নামের তিনজনকে আটক করা হয়