ফিরোজ মাহমুদ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক , জেলা নিকাহ রেজিষ্টার সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা আইন শৃঙ্খলা সভার নিয়মিত সদস্য কাজী মোঃ মোজাফ্ফর হোসেন কে ব্যক্তি আক্রোশে শুধু মাত্র হয়রানী ও সমাজে হেও প্রতিপন্ন করার জন্য পূর্ব শত্রম্নতার জের ধরে একই এলাকার কথিত নিকাহ রেজিষ্টার বেলাল হোসেন ¯^-kix‡i উপস্থিত থেকে পুলিশের যোগ সাজশে আটক করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে ও কাজী মোজাফ্ফরসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীর মুক্তি ও শানিত্মর জনপদকে অশানত্ম না করার দাবীতে গতকাল বুধবার সকাল ১০ টায় রাণীনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে রাণীনগর উপজেলা বিএনপি। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি আল-ফারম্নক জেমস আরো অভিযোগ করে বলেন রাণীনগর উপজেলা বর্তমান একটি শানিত্মর জনপদ। কিন্তু ২০০৪ সালে বাংলা ভাইয়ের তান্ডবকে পুজি করে সাধারণ মানুষ সহ বিরোধী দলের নেতা কর্মীদের কে অহেতুক গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে রাণীনগরকে অশানত্ম করছে পুলিশ।
তিনি আরও বলেন চলতি মাসের ১৯ তারিখে মসজিদে এশার নামাজ পরে বের হলে উপজেলা বাসষ্ট্যান্ড থেকে কথিত নিকাহ রেজিষ্টার ও খেজুর হত্যা মামলার এজাহার ভুক্ত ৭নং আসমী বেলাল ¯^-kix‡i উপস্থিত থেকে অহেতুক পুলিশ কাজী মোজাফ্ফরকে নাটকীয় ভাবে আটক করে খেজুর হত্যার উন্নতম আসমী ,জেএমবি সদস্য ও গত ৫অক্টোবর উপজেলার একডালা ইউপি’র বনমালীকুড়ি বেবী ষ্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মারপিটে আহত হবিবর রহমান হবি হত্যা মামলার আসামী করে তাকে আদালতে সোর্পদ করেছে। অথচ ২০০৪ সালে খেজুর হত্যা মামলার এজাহারে তার কোন নাম ছিল না । দীর্ঘ সাত বছর পরে ২০১১ সালে রাজনৈতিক প্রতিহিংসার প্রবণতায় তাকে ৪৯ নং আসামী করে আদালতে চার্জশীট দাখিল করা হয় । উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা এসব হয়রানী মূলক মিথ্যা মামলার নিন্দা, অবিলম্বে সকল মামলা থেকে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ তীব্র প্রতিবাদ জানান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মতিউর রহমান ¯^cb,Dc‡Rjv বিএনপি’র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম রবি প্রমুখ।
0 Response to "বিএনপি’র নেতা কর্মীর বিরম্নদ্ধে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবীতে রাণীনগর উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন "
Post a Comment