.

স্বরুপকাঠিতে মিথ্যা চুরির অভিযোগে কলেজ ছাত্রকে মাথা ন্যাড়া করে নির্যাতন ॥ আটক ৩

অপু মাসুদ, স্বরুপকাঠি প্রতিনিধি
স্বরুপকাঠিতে পুরানো শত্রম্নতার জের ধরে মিথ্যা সুপারি  চুরির অপবাদ দিযে তমাল মিস্ত্রী (১৮) নামে এক কলেজ ছাত্রকে মাথা ন্যাড়া করে শারিরীক নির্যাতন করেছে প্রতিপড়্গরা। মাথা ন্যাড়া করেই ড়্গ্যানত্ম হয়নি তমালের সারা শরীরে রং মাখিয়ে বিভিন্ন ভাবে উপর্যপরি আঘাত করে এক আদিম যুগের উৎসবে মেতে উঠে ওই বখাটেরা। ঘটনায় গয়েশকাঠি গ্রামের ইউপি সদস্য রঞ্জন কুমার মৃধা, সুব্রত দীপঙ্কর নামের নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গয়েশকাঠি গ্রামে ওই ঘটনা ঘটে। নির্যাতিত কলেজ ছাত্রের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিড়্গক সুরেশ মিস্ত্রী জানান, ওই গ্রামের সুবলের বখাটে ছেলে সুব্রত, ঠাকুর চাঁদের ছেলে দীপঙ্কর তরম্নন, বিভিন্ন সময়ে তার মুরগীর ফার্মে গিয়ে নেশা করে তার ফার্মের ড়্গতি সাধন করে আসছিল। ব্যাপারে শিড়্গক সুরেশ ওই বখাটেদেরকে তার ফার্মে ডুকতে নিষেধ করেন। এতে ড়্গিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে ওই তিন বখাটে সুরেশকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন। ঘটনায় সুরেশ থানায় একটি অভিযোগ দেয়ায় পরে সন্ত্রাসীরা ড়্গিপ্ত হয়ে মঙ্গলবার সকালে প্রতিদিনের মত ফার্মে ঘুমিয়ে থাকা তার পুত্র শহীদ স্মৃতি কলেজের ছাত্র তমালকে সুপারি চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর করেন। এলাকাবাসী জানায়, তমাল তাদের নিজস্ব গাছের সুপারী পেড়ে ছিল।  কিন্তু বখাটেরা সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে তাকে দোষী সাব্যস্থ করে এলাকার ইউপি সদস্য রঞ্জনকে সাথে নিয়ে তমালের মাথা ন্যাড়া করে মাথায় রং ছিটিয়ে দিয়ে শারিরীকভাবে নির্যাতন করে থানায় নিয়ে আসেন। তৎড়্গনাত খবর পেয়ে তমালের পিতা থানায় হাজির হযে বিষয়টি বলার পরে ঘটনা ব্যাপারে পুলিশের সন্দেহ হওয়ায় ওই তিনজনকে আটক করেন। গুরতর আহত তমালকে স্বরুপকাঠি উপজেলা স্বস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে রিপোর্ট লেখার সময় পর্যনত্ম ব্যাপারে থানায় মামলার প্রসত্মুতি চলছিল।

0 Response to "স্বরুপকাঠিতে মিথ্যা চুরির অভিযোগে কলেজ ছাত্রকে মাথা ন্যাড়া করে নির্যাতন ॥ আটক ৩"

Post a Comment