.

পটুয়াখালীতে পুলিশের অভিযানে বন্ধুক, পিসত্মল ও গুলি উদ্ধার আইনজীবীসহ চার জন আটক

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে একজন আইনজীবীসহ চার জনকে আটক করেছে। আটককৃতদের কাজ থেকে একটি বিদেশী পিসত্মল, একটি দেশীয় বন্দুক (এলজি ), তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে গত সোমবার রাতে মাদারবুরিয়া এলাকায় আনত্মজেলা ডাকাত দলের সর্দার আলম মীরা (৪৫) সহ আরো কয়েকজন ডাকাতির প্রস্থুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানি দল ঘটনাস্থলে পৌছে। এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সরদার আলম মীরাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি। পরে পুলিশ গ্রেফতারকৃত আসামী আলম মীরার দেয়া তথ্যেও ভিত্তিতে শহরের কলাতলা এলাকার যুবদল নেতা সফিকুল ইসলাম (৩০ ) কে আটক করে। সফিকুলের দেয়া তথ্যেও ভিত্তেতে শহরের মুসলিমপাড়া এলাকা থেকে পটুয়াখালী জজকোর্টের আইনজীবী মাজহারম্নল ইসলাম রিংকুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিসত্মল (নাইন এমএম) উদ্বার করা হয়। পরে রিংকুর দেয়া তথ্যেও ভিত্তিতে তার সহযোগি ফরিদউদ্দিনকে আটক করা হয়।

0 Response to "পটুয়াখালীতে পুলিশের অভিযানে বন্ধুক, পিসত্মল ও গুলি উদ্ধার আইনজীবীসহ চার জন আটক"

Post a Comment