.

রাষ্ট্রপতির সঙ্গে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

nhcrfনিউজ , (১ নভেম্বর ) : সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু ইসরার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বাসসকে জানান, বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল হক বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জেনারেল আবু বেলাল মুহম্মদ চট্টগ্রামে ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য আর্টিলারি কোরের পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। এ ছাড়া আগামী ১৫ নভেম্বর ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিতব্য কম্পিউটারাইজড ওয়ার গেম সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
বৈঠকে বিমানাবহিনী প্রধান এয়ার মার্শাল আবু ইসরার ১১ নভেম্বর কক্সবাজারে ওযাইএলসি-৬ এডি রাডারের অভিষেক উৎসবে রাষ্ট্রপতিকে অংশগ্রহণের আমন্ত্রন জানানা। বৈঠকে তিনি বাডারের বিভিন্ন দিক তুলে ধরেন। রাষ্ট্রপতি উভয়বাহিনীর উন্নয়নের ব্যাপারে তার সহযোগিতার কথা জানান।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

0 Response to "রাষ্ট্রপতির সঙ্গে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ"

Post a Comment