
বরগুনা জেলার আমতলী উপজেলাধীন হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মোঃ জামাল তালুকদারের কন্যা জান্নাতি একই গ্রামের মোঃ গেন্দু হাওলাদারের পুত্র হোচেন হাওলাদার (৪৫) কর্তৃক গত ২৪ ফেব্রম্নয়ারী রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫:৩০ ঘটিকার সময় ধর্ষিত হয়। ধর্ষিতা মোসাঃ জান্নাতি বর্তমানে আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উলেস্নখ্য যে, জান্নাতি চিলা এইচবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত ধর্ষক হোচেন হাওলাদার (৪৫) এখনও গ্রেপ্তার হননি। জানা গেছে থানায় মামালা হওয়া স্বত্বেও ধর্ষক হোচেন নাকি বীরদর্পে এলাকায় পায়চারী করছে
0 Response to "হলদিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত"
Post a Comment