.

ভিটামিন 'এ' ও কৃমিনাশক ট্যাবলেট খাওনোর ফলে শিশু মৃত্যুর গুজবে কিশোরগঞ্জ জেলা ও উপজেলাসহ সারাদেশের হাসপাতালে উপচে পড়া ভীড়।


মীর আশরাফুল হক চঞ্চল, কিশোরগঞ্জ : ভিটামিন 'এ' ও কৃমিনাশক ট্যাবলেট খাওনোর ফলে শিশু মৃত্যুর গুজবে মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা ও উপজেলাসহ সারাদেশের হাসপাতালে শিশুসহ অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। সারাদেশের ন্যায় এ গুজব কিশোরগঞ্জ জেলায় ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় ফলে বিকাল থেকে অভিভাবকরা অধিকাংশই সুস্থ শিশুসহ হাসপাতালে ভীড় জমায়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত্ম দেশ জুড়ে ৬ থেকে ৫৯মাস বয়সী শিশুদের ভিটামিন 'এ' ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আর এ ট্যাবলেট খাওয়ানোর পরই সারা দেশে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জ সরকারী হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মহসীন ও প্রশাসন থেকে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিছকই গুজব ও অভিভাবকদের আতংকিত না হওয়ার পরামর্শ দেন এবং যদি কোন শিশু পাতলা পায়খানা ও বমি করে তবে খাবার স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর শতকরা ২/১জন শিশু বমি বা পাতলা পায়খানা করতেই পারে, এতে আতংকিত হওয়ার কিছু নেই।



রাত ১১টার সময় কিশোরগঞ্জ জেলা সরকারী হাসপাতালের ৪র্থ তলার শিশু বিভাগে গিয়ে দেখা যায় বমিজনিত সমস্যার কারনে ১১জন ও পাতলা পায়খানা জনিত কারনে ২জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তারা প্রত্যেকেই আশঙ্কামুক্ত। তবে কোন শিশু মারা যাবার প্রমাণ মেলেনি। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের কয়েকজন অভিভাবক জানান আরো কয়েকজন শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সরকার শিশুদের ব্যাপারে আরো গুরম্নত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তারা আরো জানান যে, হাসপাতালে আসা অভিভাবকদের কাছ থেকে টিকেটের পরিবর্তে সাদা কাগজে সীল মেরে টিকেটের টাকা নেয়া হচ্ছে এবং কেউ কেউ ডাক্তারদের অসহযোগিতার কথাও স্বীকার করেন। গুজব শুনে আসা অভিভাবকরা জানান যারা এ ধরনের গুজব ছড়িয়েছে সরকারের উচিত তা খতিয়ে দেখা ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া।

0 Response to "ভিটামিন 'এ' ও কৃমিনাশক ট্যাবলেট খাওনোর ফলে শিশু মৃত্যুর গুজবে কিশোরগঞ্জ জেলা ও উপজেলাসহ সারাদেশের হাসপাতালে উপচে পড়া ভীড়।"

Post a Comment