.

পরিবেশ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ। সিমেন্ট ঝড়ে আমরন ক্ষতিগ্রস্ত মুক্তারপুরবাসী।


মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর থানায় ৮টি সিমেন্ট ফ্যাক্টরিতে ডাস্ট কালেক্টর না থাকায় এলাকাবাসী বিষণ ভাবে ক্ষতি গ্রস্তযেমন ডাণ্ডা, জ্বর, কাশি ও অন্যান্য বায়ুবাহিত জটিল রোগে আক্রান্ত হচ্ছেএব্যপারে এনএইচসিআরএফ এর অফিসে লিখিত ভাবে এলাকারবাসীর পক্ষ থেকে অভিযোগ করেন মোঃ মোসলেম উদ্দিনতার অভিযোগে বলেন, সিমেন্ট ফ্যাক্টরি অনুমোদন দেয়ার সাথে সাথে ডাস্ট কালেক্টর ব্যবহার করার সর্ত থাকা সর্তে ৮ থেকে ১০ বছর অতিবাহিত হওয়ার পরেও আজঅব্দি সিমেন্ট কম্পানির মালিকরা অধিক মুনাফার লোভে ডাস্ট কালেক্টর ব্যবহার করছে নাএব্যপারে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এনএইচসিআরএফ এর ৫ সদস্যের একটি দল ভারপ্রাপ্ত মহাসচিব এমএম ইব্রাহীম দুলালের অনুমতিতে জনাব আল-আমিনকে(অপরাধ বিষয়ক তথ্য সংগ্রহকারী) টিম প্রধান বানিয়ে উপরোক্ত থানায় পরিদর্শনে পাঠানো হয়এছাড়াও সাথে ছিলেন মুন্সিগঞ্জ জেলার সকল সদস্য বৃন্দ

এনএইচসিআরএফ এর পক্ষ থেকে পরিবেশ মন্ত্রণালয় ও সিমেন্ট ফ্যাক্টরির মালিকদেরকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে স্বল্প সময়ের মধ্যে উল্লেখিত সমস্যার সমাধান না দিলে, মুক্তারপুরবাসী মানবন্ধন সহ অন্যান্য আন্দোলন করতে বাধ্য হবে

0 Response to "পরিবেশ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ। সিমেন্ট ঝড়ে আমরন ক্ষতিগ্রস্ত মুক্তারপুরবাসী।"

Post a Comment